সতর্ক সমাধান

সতর্ক সমাধান

Zamzampoint

প্রশ্ন: লক্ষ্য করা যাচ্ছে মুসলিম মিল্লাতের অনেক মানুষ لا إله إلا الله (লা-ইলাহা ইল্লাল্লাহ-) এর অর্থ সম্পর্কে অজ্ঞ। যার ফলে এই কালিমার তাৎপর্য ও দাবীর বিপরীত বিভিন্ন কথা ও কাজে লিপ্ত হয়ে পড়েছে তারা। অতএব লা-ইলাহা ইল্লাল্লাহ-এর প্রকৃত অর্থ কী? তার দাবী কী? আর এর শর্তাবলীই বা কী?


উত্তর: নিঃসন্দেহে লা-ইলাহা ইল্লাল্লাহ' কালিমাটিই হচ্ছে দ্বীনের মূল। এর সাথে মুহাম্মাদ আল্লাহর রাসূল' স্বাক্ষ্য প্রদান সংযুক্ত হয়ে কালিমাটি ইসলামের প্রথম রুকন। যেমনটি আবদুল্লাহ বিন ওমার () থেকে বর্ণিত। রাসূলুল্লাহ () বলেছেন,


بُنِيَ الْإِسْلامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَقِّ، وَصَوْمِ رَمَضَانَ" ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: (১) এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল (২) নামায প্রতিষ্ঠা করা (৩) যাকাত আদায় করা (৪) আল্লাহর ঘরের হজ্জ পালন করা (৫) রামাযানের রোযা রাখা।


বুখারী ও মুসলিমে ইবনে আব্বাস () থেকে বর্ণিত, নবী (১) যখন মুআয বিন জাবাল () কে ইয়ামান প্রেরণ করেন, তাঁকে বলেন, «أَدْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا


لِذلِكَ، فَأَعْلِمُهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ


**মাজমু ফাতাওয়া শাইখ বিন বায (১/২২৯-২৩৪) সংকলন: ড. তাইয়্যার এবং আহমাদ